বিহার-ঝাড়খন্ডে ঘূর্ণাবর্ত, কলকাতাসহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাষ।

শনিবার সকাল থেকেই মেঘলা আকাশের সৌজন্যে হাঁসফাঁস করা তীব্র আদ্রতার থেকে কিছুটা রেহাই মিলেছে কলকাতাবাসীর। আবহাওয়া দফতর জানিয়েছে, বিহার এবং ঝাড়খন্ডের কাছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, এর জেরে বৃষ্টি শুরু হয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গে। শনিবার সারাদিন তো বটেই রবিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় হয়ে স্বাভাবিক বর্ষার বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে আগামী ৪৮ ঘন্টা। এমনটাই জানা যাচ্ছে আবহাওয়া অফিস সূত্রে। খাতায়- কলমে রাজ্যে মৌসুমী বায়ু প্রবেশ করেছিল গত ১১ জুন। এরপর অবশ্য থমকে যায় তার গতিপথ। বৃষ্টির বদলে তীব্র তাপপ্রবাহে দগ্ধ হয় দক্ষিণবঙ্গ, বাদ যায়নি কলকাতাও। আপাতত অবশ্য তাপপ্রবাহের কোন পূর্বাভাষ নেই। তবে উত্তরবঙ্গে শুরু হয়েছে বৃষ্টি।

Leave A Reply

Your email address will not be published.