মালদহ দুর্ঘটনায় নিহত পরিবারকে সাহায্য মুখ্যমন্ত্রীর; নির্দেশ দিলেন তদন্তেরও 

মুখ্যমন্ত্রীর সভায় যেতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে একটি যাত্রীবাহি বাস। ওই দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য এবং সেই সঙ্গে পরিবারের একজনকে সরকারি চাকরির প্রতিশ্রুতিও দেন মমতা ব্যানার্জি। 

মঙ্গলবার মালদহের গাজোলে জনসভা করেন মুখ্যমন্ত্রী। ওই সভায় যোগ দিতে সোমবার রাতে মালদহ শহর থেকে একটি বাস ৩৫ জন যাত্রী নিয়ে রওনা দেয়। ৩৪ নম্বর জাতীয় সড়কে পাণ্ডুয়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নয়ানজুলিতে পড়ে যায়। ভয়াবহ দুর্ঘটনায় বাসের অনেকেই আহত হন। তড়িঘড়ি স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগান। ওই ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। এদিন নিহতদের পরিবারকে সাহায্যের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। 

পাশাপাশি এদিনের প্রশাসনিক সভা থেকে দুর্ঘটনার তদন্তেরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, দুর্ঘটনাও এক ধরণের অ্যাটেম্পট টু মার্ডার। শুনেছি খুব রাফ ড্রাইভ হচ্ছিল। একটা গাড়িকে ওভারটেক করা হচ্ছিল। আমি পুরো ঘটনার রিপোর্ট চাই। 

Comments are closed.