রেড রোডে ঈদের অনুষ্ঠানে উপস্থিত মমতা-অভিষেক, ‘দেশে বিভাজনের রাজনীতি করা হচ্ছে’ অনুষ্ঠান মঞ্চ থেকে তোপ মুখ্যমন্ত্রীর 

সকাল থেকে আকাশের মুখ ভার। এর মধ্যে এক পশলা বৃষ্টিও হয়ে গিয়েছে। ঈদ উপলক্ষ্যে উৎসবের মেজাজে শহর বাসী। বৃষ্টি মাথায় করেই মঙ্গমবার রেড রোডে নামাজ পড়তে হাজির হন অসংখ্য মুসলিম সম্প্রদায়ের মানুষ। মাঝে করোনায় অনুষ্ঠান বন্ধ থাকলেও এদিনের নামাজের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। 

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ঈদের শুভেচ্ছা জানানোর পাশপাশি কেন্দ্রকে একহাত নিয়েছেন তৃণমূল নেত্রী। এদিন তিনি ফের একবার অভিযোগ করেন, দেশজুড়ে বিভাজনের রাজনীতি চলছে। দেশের বর্তমান অবস্থা ঠিক নয়। ধর্মের জিগির তুলে সর্বত্র হিংসা ছড়ানো হচ্ছে। কিন্তু বাংলায় এসব করতে দেব না। এখানে সবাই মিলেমিশে থাকতে জানে। মুখ্যমন্ত্রীর বার্তা, দেশকে যারা টুকরো করতে চায়, হিংসা ছড়াতে চায়। তাদের বিরুদ্ধে লড়াই করে তাদের ক্ষমতাচ্যুত করবো। এই লড়াইয়ে আপনাদের পাশে চাই। 

উল্লেখ্য মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ছাড়াও এদিনের অনুষ্ঠানে তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, এদিন রাজ্যপাল জগদীপ ধনখড়ও ঈদের শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন। 

Comments are closed.