মমতা: রামপুরহাট নিয়ে নাড্ডাকে BJP-র দেওয়া রিপোর্ট CBI তদন্তকে প্রভাবিত করবে 

রামপুরহাট কাণ্ড নিয়ে বুধবার বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল জেপি নাড্ডার কাছে রিপোর্ট পেশ করেছে। আর এনিয়ে বিজেপির কড়া সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর অভিযোগ, বিজেপির এধরণের রিপোর্ট সিবিআই তদন্তকে প্রভাবিত করবে। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, রামপুরহাটের ঘটনা নিয়ে রাজ্য সরকার সিবিআইকে সবরকমের সহযোগিতা করছে। তারপরেও বিজেপির এই ধরণের রিপোর্ট তদন্তকে দূর্বল করবে। মুখ্যমন্ত্রীর দাবি, বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের রিপোর্ট রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ব্যবহার করা হবে। 

বিজেপির রিপোর্টে অনুব্রত মণ্ডলের নাম উল্লেখ নিয়েও এদিন তীব্র সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ওরা রিপোর্টে আমার জেলা সভাপতির নাম উল্লেখ করেছে। ওরা কি অনুব্রতকে গ্রেফতার করতে চায়? তৃণমূল নেত্রীর তোপ, বিজেপি সব বিরোধীদের গ্রেফতার করতে চায়। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী ফের একবার বলেন, এই ধরণের তদন্তে বিজেপির হস্তক্ষেপ ক্ষমতার অপব্যবহার ছাড়া আর কিচ্ছু নয়। 

উল্লেখ্য, রামপুরহাটের ঘটনার পর বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা কয়েকজন প্রাক্তন পুলিশ কর্তা এবং সাংসদের নিয়ে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল পাঠান রামপুরহাটে। ঘটনাস্থল ঘুরে দেখে এদিন তাঁরা নাড্ডার কাছে  রামপুরহাট নিয়ে রিপোর্ট পেশ করেছেন।    

Comments are closed.