দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে লড়াই করতে হবে, দলের প্রতিষ্ঠা দিবসে ট্যুইট বার্তা মুখ্যমন্ত্রীর 

১৯৯৮ সালের ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু তৃণমূলের। দলের ২৪তম প্রতিষ্ঠা দিবসে ট্যুইট বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। দলের নেতা কর্মী, সমর্থকদের পাশাপাশি ‘মা-মাটি-মানুষ’কেও শুভেচ্ছা জানান তিনি। সেই সঙ্গে দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে লড়াইয়ের ডাক দেন মমতা ব্যানার্জি। 

শনিবার ট্যুইটে মুখ্যমন্ত্রী লেখেন, ১ জানুয়ারি ১৯৯৮ থেকে আমাদের যাত্রা শুরু। সাধারণ মানুষের সেবায় তৃণমূল প্রতিশ্রুতিবদ্ধ। নতুন বছরে ফের একবার অন্যায়ের বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের ডাক দেন তৃণমূল নেত্রী। পাশাপাশি দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো শক্তিশালী করতে লড়াই জারি রাখার বার্তা দেন তৃণমূল নেত্রী। সেই সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েও ট্যুইট করেন মুখ্যমন্ত্রী। 

 এদিন তৃণমূল কংগ্রেস ভবনের সামনে দলের প্রতিষ্ঠা দিবস পালন করেন ঘাসফুল নেতৃত্ব। সকালে দলীয় পতাকা উত্তলন করেন দলের সভাপতি সুব্রত বক্সী। তৃণমূল ভবনের সামনে দলের সমস্ত স্তরের নেতা কর্মীরা এদিন উপস্থিত ছিলেন। উল্লেখ্য এবছর পশ্চিমবঙ্গের বাইরেও আরও ৬ টি রাজ্যে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালিত হবে।  

Comments are closed.