আটকে পড়া পড়ুয়াদের নিয়ে আমি চিন্তিত, ওদের ফেরাতে এত সময় লাগছে কেন? ইউক্রেন নিয়ে ফের ট্যুইট মমতার 

ইউক্রেনে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফের ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই সঙ্গে পড়ুয়াদের দুর্ভোগের জন্য কেন্দ্রকে বিঁধেছেন তিনি। শুক্রবার ট্যুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, ইউক্রেনে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের জন্য আমি খুবই চিন্তিত। কেন্দ্রের কাছে তাঁর প্রশ্ন, ওদের ফিরিয়ে আনতে এত সময় লাগছে কেন? কেন আগে থেকে কোনও ব্যবস্থা করা গেল না? 

 সেই সঙ্গে আরেকটি ট্যুইটে মোদী সরকারের কাছে তৃণমূল নেত্রী আবেদন করেন, আমি কেন্দ্রকে বলব, যতগুলো সম্ভব বিমানের ব্যবস্থা করে দ্রুত ঘরের ছেলে মেয়েদের ফিরিয়ে আনা হোক। প্রসঙ্গত, বৃহস্পতিবারই ইউক্রেনে ভারতীয়দের আটকে পড়া নিয়ে কেন্দ্রকে তোপ দেগেছেন তিনি। বারাণসীর সভা থেকে মমতা বলেন, ইউক্রেনে যুদ্ধ চলছে আর আমাদের প্রধানমন্ত্রী রাজনৈতিক সভা করে বেড়াচ্ছেন। ইউক্রেনে আটক ভারতীয়দের জীবনের কি কোনও গুরুত্ব নেই? সেই সঙ্গে প্রধানমন্ত্রীকে কটাক্ষের সুরে বলেন, ওনার যদি পুতিনের সঙ্গে এত ভালো সম্পর্কই হয়ে থাকে, তাহলে যুদ্ধ নিয়ে উনি কি আগে থেকে কিছু জানতেন না?  

উল্লেখ্য, এদিনও ইউক্রেন থেকে একদল পড়ুয়াকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। যদিও সে দেশে আটক বহু পড়ুয়া ভিডিও বার্তার মাধ্যমে নিজেদের দুর্ভোগের কথা জানিয়েছেন। একাংশের অভিযোগ, ইউক্রেন ছাড়ার জন্য ভারতীয় দূতাবাসের তরফে তাঁরা কোনও রকমের সাহায্য পাচ্ছেন না। জীবন হাতে নিয়ে সীমান্তে পৌঁছলে তবেই দেশে ফেরার বিমান পাওয়া যাচ্ছে। অনেক পড়ুয়াই প্রাণে বাঁচতে মাইলের পর মাইল হেঁটে সীমান্তে গিয়েছেন। সেখানেও দীর্ঘ অপেক্ষার পর দেশে ফেরার বিমান পাচ্ছেন।        

Comments are closed.