ভাঙন রোধে বরাদ্দ করলেন ১০০ কোটি;  সামশেরগঞ্জে পরিস্থিতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী 

বৃহস্পতিবার ঘোষণা করেছিলেন গঙ্গার ভাঙ্গন রোধে ৫০ কোটি টাকা বরাদ্দ করবে রাজ্য সরকার। তবে শুক্রবার সকালে সামশেরগঞ্জের পরিস্থিতি খতিয়ে দেখে বরাদ্দ টাকার অঙ্ক দ্বিগুন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর কথায়, গতকাল ৫০ কোটি টাকা বরাদ্দ করেছিলাম। তবে এখানকার পরিস্থিতি উদ্বেগজনক। তাই ভাঙন রোধে ১০০ কোটি বরাদ্দ করলাম। এক বছরের মধ্যে এই ১০০ কোটি ব্যয় করতে হবে।

শুক্রবার সকাল সকালই রাজ্যের মুখ্যসচিব ও অন্যান্য আধিকারিকদের নিয়ে সামশেরগঞ্জের পরিস্থিতি খতিয়ে দেখতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। ভেঙে যাওয়া নদী পার সরেজমিনে খতিয়ে দেখেন তিনি। প্রয়োজনীয় নির্দেশও দেন।

নদী পার ভাঙনের জন্য ফারাক্কা ব্যারেজ সমস্যাকে দায়ী করে এদিনও কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান তৃণমূল সুপ্রিম। মুখ্যমন্ত্রীর কথায়, ফারাক্কা ব্রারেজ সংক্রান্ত সমস্যা দীর্ঘদিনের। রাজ্য বারবার কেন্দ্রের সঙ্গে কথা বলেছে। ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের সঙ্গেও কথা হয়েছে। ইন্দো ফারাক্কা বাংলাদেশ জলচুক্তি অনুযায়ী রাজ্যের ৭০০ কোটি টাকা পাওয়ার কথা। একটা টাকাও কেন্দ্র দেয়নি।

এদিন ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি গৃহহীনদের জমির পাট্টাও বিলি করেন। এদিন মোট ৮৬টি পরিবারের হাতে জমির পাট্টা তুলে দেন মুখ্যমন্ত্রী।

Comments are closed.