৬ ডিসেম্বর উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, রয়েছে একগুচ্ছ কর্মসূচি 

৬ ডিসেম্বর অর্থাৎ আগামী বুধবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নবান্ন সূত্ৰে খবর, এবারের উত্তরবঙ্গ সফরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। জানা গিয়েছে, এবারের সফরে গিয়ে শিলিগুড়ির মেগা জলপ্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। এছাড়াও সরকারি পরিষেবা প্রদানও করবেন তিনি। 

২০২২ সালে পুরসভা ভোটে শিলিগুড়িরপুরসভায় প্রথমবারের জন্য একক ক্ষমতায় পুরবোর্ড গঠন করে তৃণমূল। সে সময়ে তৃণমূলের তরফে ঘোষণা করা হয়েছিল, শিলিগুড়ি শহরের বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেবে শিলিগুড়ি পুরসভা। মেগা জলপ্রকল্প বাবদ ৫১১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মুখ্যমন্ত্রী এই প্রকল্পের শিলান্যাস করবেন। সেই সঙ্গে মাটির তলা দিয়ে বিদুৎতের তার নিয়ে যাওয়ার বিশেষ উদ্যোগ নিয়েছে পুরসভা। সেই প্রকল্পেরও উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। মেগা জলপ্রকল্পের প্রথম পর্যায়ের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। 

এবারের উত্তরবঙ্গ সফরে প্রশাসনিক সভা করারও কথা রয়েছে তাঁর। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। একুশের বিধানসভা ভোটের পর থেকেই পাহাড়ে শক্তি বাড়াতে শুরু করেছে তৃণমূল। লোকসভা ভোটেও উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ঘসফুল শিবির। এই অবস্থায় লোকসভা ভোটের আগে উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, সেদিকেও তাকিয়ে রাজনৈতিক মহল।  

 

Comments are closed.