পাঁচ দিনের সফরে উত্তরবঙ্গ পৌঁছলেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে প্রশাসনিক বৈঠক।

পাঁচ দিনের সফরে সোমবার উত্তরবঙ্গ পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, প্রথমে জলপাইগুড়ি সরোজেন্দ্রদেব রায়কত কলাকেন্দ্রে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাকে নিয়ে যৌথ প্রশাসনিক বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু ওই কেন্দ্রের সংস্কারের কাজ সম্পূর্ণ না হওয়ার কারণে উত্তরকন্যায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। মঙ্গলবার মুখ্যমন্ত্রী যাবেন চ্যাংড়াবান্ধা। কোচবিহার জেলার প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হবে সেখানেই। মঙ্গলবার চ্যাংড়াবান্ধায় প্রশাসনিক বৈঠকের পাশাপাশি একটি সরকারি অনুষ্ঠানেও অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছেমুখ্যমন্ত্রীর। বুধবার চা-বাগান সংক্রান্ত একাধিক ইস্যুতে মালবাজারে বৈঠক করবেন তিনি। চা-শ্রমিকদের সর্বনিম্ন মজুরিসহ ডুয়ার্সের চা-বাগানগুলিকে নিয়ে একাধিক ঘোষণা করার সম্ভাবনা রয়েছে। আপাতত তাই মুখ্যমন্ত্রীর বৈঠকের দিকেই অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন চা বাগানগুলির মালিক-শ্রমিক উভয়পক্ষই।
সূত্রের খবর, লোকসভা ভোটের আগেই উত্তরবঙ্গের বিভিন্ন প্রকল্পের কাজ যাতে দ্রুত শেষ করা যায় সে বিষয় নিয়েও মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে নির্দেশ দিতে পারেন। জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ, শিলিগুড়ির কাছে গাজলডোবাতে ট্যুরিজম হাবের কাজ যাতে দ্রুত শেষ করা যায় বৈঠকে সেই সব বিষয়েও বিশেষ গুরুত্ব আরোপ করার সম্ভাবনা রয়েছে বলে সূত্রে খবর। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প গাজলডোবা ট্যুরিজম হাবের প্রথম পর্যায়ের উদ্বোধনের সম্ভাবনা রয়েছে পুজোর আগে। পাঁচ দিনের সফর শেষ করে আগামী ১৩ জুলাই কলকাতা ফিরবেন মুখ্যমন্ত্রী।

Leave A Reply

Your email address will not be published.