বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়তে পারে বৃষ্টি। খবর আবহাওয়া দফতর সূত্রে।

মঙ্গলবার সকাল থেকেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ, তার সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি। ভারতীয় আবহাওয়া দফতরের দৈনিক পূর্বাভাষ অনুযায়ী, আগামী দুই থেকে তিন দিন দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের গতিপ্রকৃতির ওপরেই অবশ্য নির্ভর করবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ। মৌসম ভবনের পূর্বাঞ্চলের ডেপুটি ডিরেক্টর সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, নিম্নচাপ সৃষ্টি হলে স্বাভাবিকভাবেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত স্বাভাবিকের তুলনায় ২৬ শতাংশ কম বৃষ্টি হয়েছে।
অন্যদিকে, টানা বৃষ্টির জেরে মঙ্গলবারও বিপর্যস্ত মুম্বইয়ের জনজীবন। পশ্চিম রেলওয়েজ সূত্রে খবর, প্রবল বৃষ্টিতে রেললাইনে জল দাঁড়িয়ে যাওয়ার ফলে বন্ধ রাখতে হয়েছে ট্রেন চলাচল। মঙ্গলবারও মুম্বইয়ের বিভিন্ন স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জলমগ্ন মুম্বইতে অফিসগুলিতে খাবার সরবরাহের জন্য বিখ্যাত ডাব্বাওয়ালারাও পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.