কফি হাউস, কলেজ স্ট্রীট আর মান্না দে। মধ্যবিত্ত বাঙালির সঙ্গে যেন নাড়ির যোগ এই তিন শব্দের। কলেজ স্ট্রিটে বই কিনে একবার কফি হাউসে ঢুঁ মারতেই হয়। সেই সুনীল-শক্তির সময় থেকে এখনও। কবিতা, শিল্প, সাহিত্য, রাজনীতি, খেলাধুলা ইত্যাদি যাবতীয় বিষয় নিয়ে আড্ডা মানেই ঐতিহ্যশালী কফি হাউস। তাবড় তাবড় শিল্পী, সাহিত্যিক থেকে সাধারণ মানুষ। কফি হাউসে গেলেই এক ছাদের তলায় দেখা মিলবে সক্কলের। আর মান্না দে’র গানের পর তো কফি হাউসের জনপ্রিয়তায় অন্য মাত্রা যোগ হয়েছে। সেই কফি হাউসের নস্টাজিয়া এবার হুগলির ঐতিহ্যশালী শহর শ্রীরামপুরে। জানা গিয়েছে, নতুন বছরেই কফি হাউসের একটি নতুন শাখা খুলছে শ্রীরামপুরে।
শ্রীরামপুর কোর্টের কাছে রায় ঘাট লেনে একটি নতুন তিনতলা বাড়িতেই কফি হাউসের এই নতুন শাখা খুলছে। ইন্ডিয়ান কফি ওয়ার্কার্স কো-অপারেটিভ সোসাইটি কফি হাউস পরিচালনা করে। ওই সোসাইটির এক সদস্য জানান, কফি হাউসের নতুন শাখার কাজ প্রায় শেষ। আমরা উদ্বোধনের অপেক্ষায় রয়েছি। এ বছরের শেষে অথবা নতুন বছরের শুরুতে শ্রীরামপুর কফি হাউস পথ চলা শুরু করবে।
করোনার পর থেকে দূরের বদলে কাছেপিঠে এক দিনের জন্য বেড়াতে যাওয়ার প্রবণতা বেড়েছে। আর কাছাকাছি ঘোরার জায়গাগুলোর মধ্যে বর্তমানে শ্রীরামপুর খুবই জনপ্রিয়। হুগলির জেলার প্রাচীন এই জনপদ আক্ষরিক অর্থেই ইতিহাসের জীবন্ত দলিল। শ্রীরামপুর কলেজ থেকে শুরু করে প্রাচীন মাহেশের রথ, হেনরি প্যাগোডা, গঙ্গার উল্টো দিকে ব্যারাকপুর বেড়াতে অনেকেই সপ্তাহান্তে শ্রীরামপুর পাড়ি দেন। এগুলোর পাশাপাশি পর্যটকদের নতুন গন্তব্য হতে পারে কফি হাউস।
Comments are closed.