মঙ্গলবার রাত ১২ টা থেকে ২১ দিন দেশে লকডাউন, ঘোষণা মোদীর! কেউ ঘর থেকে বেরোবেন না, আবেদন প্রধানমন্ত্রীর

মঙ্গলবার রাত ১২ টা থেকে পুরো দেশে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। দেশের সমস্ত রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলে এই লকডাউন চলবে। প্রধানমন্ত্রী মোদীর ঘোষণা, এই লককাউন কার্যত কারফিউ। দেশের মানুষের জীবন বাঁচানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া জরুরি।
এদিন সন্ধ্যায় জাতির উদ্দেশে মোদী বলেন, ৩ সপ্তাহ এই লকডাউন চলবে। আগামী ২১ দিন দেশের সমস্ত নাগরিক এবং পরিবারের জন্য এই লকডাউন চলবে। যদি আগামী ২১ দিনে করোনা নিয়ন্ত্রণ না করা যায়, তবে দেশ ২১ বছর পিছিয়ে যাবে।
প্রধানমন্ত্রী বলেন, কেউ ঘর থেকে বেরোবেন না। দেশের মানুষ যে যেখানে আছেন, সেখানে থাকুন। বাড়িতে থাকুন। মোদী বলেন, করোনা আক্রান্তের শরীরে অনেক সময়ই উপসর্গ দেখা যাচ্ছে না। আক্রান্ত বুঝতেও পারছেন না তাঁর শরীরে এই জীবাণু রয়েছে। তাই কেউ ঘর থেকে বেরোবেন না বলে আবেদন জানান প্রধানমন্ত্রী।
যদিও এদিন দুপুরেই রাজ্যের মুখ্যমন্ত্রী আগামী ৩১ মার্চ পর্যন্ত গোটা রাজ্যে লকডাউন ঘোষণা করেছিলেন। এখন কেন্দ্রের পক্ষ থেকে গোটা দেশেই লকডাউন ঘোষণা করা হল গোটা দেশে।

 

Comments are closed.