সর্বাধিক বিদেশ সফর করেছেন মোদী, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে চিঠি দিল কংগ্রেস।

প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী সবথেকে বেশি বিদেশ সফরের বিশ্বরেকর্ড স্পর্শ করেছেন। এই দাবি জানিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে চিঠি দিল কংগ্রেস। গোয়া কংগ্রেসের পক্ষ থেকে বুধবার সাংবাদিক সম্মেলন করে দাবি করা হয়েছে, ২০১৪ সালে প্রধানমন্ত্রী পদে আসীন হবার পর ২০১৮ পর্যন্ত মোদী বিশ্বের ৫২ টি দেশে ৪১ বার সফর করেছেন। এর জন্য খরচ হয়েছে ৩৫৫ কোটি, ৩০ লক্ষ, ৩৮ হাজার ৪৬৫ টাকা। গোয়া কংগ্রেসের মুখপাত্র সংকল্প আমোনকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, তাঁরা গিনেস রেকর্ডসের সদর দফতরে রেজিষ্ট্রি করে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠির মূল বিষয়বস্তু, ‘কংগ্রেস অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছে দেশজ পরিকাঠামো ব্যবহার করে বিগত চার বছরে ৪১ বার ভারতের প্রধানমন্ত্রী বিদেশ সফর করেছেন। যার জন্য খরচ হয়েছে মাত্র ৩৫৫ কোটি টাকা।’ এই চিঠির কপি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেছে কংগ্রেস।
সাংবাদিকদের গোয়া কংগ্রেসের মুখপত্র আমোনকার আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে মোদীজি আদর্শ হয়ে থাকবেন। কারণ, তিনি এমন একজন প্রধানমন্ত্রী, যিনি দেশে থাকার চেয়ে বিদেশে ঘুরে বেড়াতেই বেশি পছন্দ করেন। সূত্রের খবর, কংগ্রেসের এই ‘গিনেস’ ইস্যুকে কেন্দ্র করে ইতিমধ্যেই সরব হতে শুরু করেছেন বিরোধীরা।

Leave A Reply

Your email address will not be published.