সকাল থেকে বৃষ্টি, সঙ্গে দমকা হাওয়া; তাপমাত্রাও নামল কয়েক ডিগ্রি 

বুধবার বিকেল থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি হয়েছিল। বৃহস্পতিবার সকালেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। সেই সঙ্গে দমকা হাওয়া। যার জেরে দক্ষিণবঙ্গে তাপমাত্রাও কিছুটা কমেছে। এই অবস্থায় আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার কার্যত দিনভর বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। 

অসময়ে বৃষ্টির হাত ধরে তাপমাত্রাও তিন ডিগ্রি কমেছে বলে হাওয়া অফিস জানিয়েছে। যদিও তা সত্ত্বেও বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি রয়েছে। শুক্রবারও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি চলবে বলে হাওয়া অফিস জানিয়েছে। জেলাগুলো হল, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। 

হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টি কমলেই শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জাঁকিয়ে শীত পড়বে। একধাক্কায় কলকাতার তাপমাত্রা কয়েক ডিগ্রি নামতে পারে। একই সঙ্গে পশ্চিমের জেলাগুলোতেও তাপমাত্রা ১২-১৫ ডিগ্রির মধ্যে থাকতে পারে। সপ্তাহান্তে শীতের আমেজ ফিরে পাবে রাজ্যবাসী। 

Comments are closed.