করোনাও প্রাণী, মানুষের মতো তারও বাঁচার অধিকার আছে! বললেন বিজেপির ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত

বিজেপি নেতার যুক্তি, দার্শনিক দিক থেকে দেখলে করোনা ভাইরাসও একটি প্রাণী

এতদিন জানতেন করোনা একটি ভাইরাসের নাম। উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী জানালেন, করোনা আসলে একটি প্রাণী। ঠিক মানুষেরই মত তারও বাঁচার অধিকার আছে।

বিজেপি নেতার যুক্তি, দার্শনিক দিক থেকে দেখলে করোনা ভাইরাসও একটি প্রাণী। এই ভাইরাসেরও সম্পূর্ণরূপে বাঁচার অধিকার আছে। কিন্তু আমরা অর্থাৎ মানুষেরা নিজেদের বেশি বুদ্ধিমান ভাবি, আমরা প্রতিনিয়ত করোনা ভাইরাসকে নষ্ট করার চেষ্টা করছি, যার ফলে ভাইরাসটি আরও সক্রিয় হয়ে ক্রমাগত নিজের রূপ পাল্টাচ্ছে। এর জেরে করোনা ভাইরাস এখন বহুরূপী।
যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছেন, এই ভাইরাসটি থেকে মানুষ যেন দূরত্ব বজায় রাখেন।

বিজেপি নেতার এই আজব যুক্তির ভিডিও ইতিমধ্যেই নেটমাধ্যমে ভাইরাল। করোনা ভাইরাস নিয়ে এরকম ‘অভাবনীয়’ মন্তব্য শুনে বিস্ময়ে চোখ কপালে উঠেছে অনেক ডাক্তারের।

 

উল্লেখ্য, করোনা ভাইরাস নিয়ে বিজেপি নেতা যখন এরকম একটি মন্ত্য করছেন তখন তাঁর পরিবারের সদস্যরা করোনা সংক্রমিত।

এর আগেও একাধিকবার করোনা ভাইরাস নিয়ে নানারকম উদ্ভট উক্তি অনেকে করেছেন। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্য কার্যত সবকিছুকেই ছাপিয়ে গেল বলে মত বিরোধীদের।

Comments are closed.