বৃহস্পতিবার রাজ্যজুড়ে জেলভরো পালন করল সিপিএম। ঝাড়গ্রাম বাদে সমস্ত জেলায় এদিন দুপুরে সিটু এবং কৃষক সভার ডাকে জেলভরো কর্মসূচি পালিত হয়। সিপিএম নেতৃত্ব জানিয়েছে, বিভিন্ন জায়গায় পুলিশি বাধা সত্ত্বেও সফলভাবে এই কর্মসূচি পালিত হয়। কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলভরো কর্মসূচিতে ব্যাপক সংখ্যক মানুষের জমায়েত হয়। শ্রমিক-কৃষকের নূন্যতম দৈনিক ভাতা বৃদ্ধি, কাজের অধিকারসহ একগুচ্ছ দাবিকে সামনে রেখে পালিত হয় এদিনের কর্মসূচি।
Comments