রাজীব গান্ধীর হত্যাকারীদের ছাড়া যাবে না, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যাকারীদের মুক্তি দেওয়া সম্ভব নয় বলে শুক্রবার সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্রীয় সরকার। রাজীব গান্ধীকে খুনের ষড়যন্ত্রে অভিযোগে দোষী সাব্যস্ত ৭ জন এই মুহূর্তে তামিলনাডুর জেলে বন্দি। তাদের ছেড়ে দেওয়ার জন্য আদালতে আর্জি জানিয়েছিল তামিলনাডু সরকার। তার পরিপ্রেক্ষিতেই কেন্দ্রের মতামত জানতে চেয়েছিল দেশের শীর্ষ আদালত। কেন্দ্র আদালতে জানিয়েছে, যেহেতু দোষীরা প্রাক্তন প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত, তাদের কোনওভাবেই ছাড়া সম্ভব নয়। এই মামলায় দোষী সাব্যস্ত ৭ জন ২৭ বছর ধরে জেলে রয়েছে।
১৯৯১ সালে নির্বাচনী প্রচারে তামিলনাডুর শ্রীপেরুমপুদুরে তামিল আত্মঘাতী জঙ্গি হানায় খুন হয়েছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। সেই হত্যার মামলায় পেরারিভালান, মুরুগান, সান্থন, নলিনী শ্রীহরণ, রবার্ট পিউয়াস, জয়কুমার এবং রবিচন্দ্রণ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়ে জেলে আছে। তাদের মধ্যে নলিনী শ্রীহরণের মৃত্যদণ্ড রদ হয়েছে সোনিয়া গান্ধীর আবেদনের ভিত্তিতে। ২০১৪ সালে তামিলনাডুর তৎকালীন মুখ্যমন্ত্রী জয়ললিতার নেতৃত্বধীন এআইএডিএমকে সরকার দোষীদের ছেড়ে দেওয়ার জন্য আদালতে আবেদন জানিয়েছিল। সেই সময় দেশের কংগ্রেস সরকার এই আবেদন খারিজ করে দেয়। এবার বিজেপি সরকারও একই অবস্থান নিল।

Leave A Reply

Your email address will not be published.