বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলতে নেমে ইতিহাস ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর, কী প্রতিক্রিয়া সি আর সেভেনের

'ম্যানচেস্টার ইউনাইটেডের অধ্যায় এখন বন্ধ, ফোকাস বিশ্বকাপের দিকে, দলের পারফরম্যান্সে খুব খুশি', জানান সি আর সেভেন

বৃহস্পতিবার কাতারে ঘানার বিরুদ্ধে খেলতে নেমে ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচ খেলতে নেমে পেনাল্টি থেকে গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পাঁচটি বিশ্বকাপে প্রথম ফুটবলার হিসেবে গোল করে ইতিহাস গড়েছেন পর্তুগিজ তারকা।

বিশ্ব ফুটবলে তিনিই প্রথম ফুটবলার যিনি পাঁচটি আলাদা বিশ্বকাপে গোল করেছেন। ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২। এই পাঁচ বিশ্বকাপে গোল করে ফেললেন সি আর সেভেন। বৃহস্পতিবার পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পেনাল্টি থেকে গোল করেন ৬৫ মিনিটের মাথায়। সি আর সেভেন জানান, খুব সুন্দর মুহূর্ত ছিল, এটা আমার পঞ্চম বিশ্বকাপ। আমরা জিতেছি। এই জয়টা গুরুত্বপূর্ণ। রেকর্ড গড়তে পেরে খুব গর্ব বোধ করছি। দলের চমৎকার পারফরম্যান্সের জন্য আমি খুব খুশি। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার প্রসঙ্গে তিনি বলেন, এই অধ্যায়টি এখন বন্ধ। এখন একটাই ফোকাস সেটি হল বিশ্বকাপ। আমি দলকে নিজের ১০০ ভাগ দিয়ে সাহায্য করেছি। অন্য কোনও কিছু এখন গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ একটাই বিষয় হল জাতীয় দল।

এদিন ঘানা-পর্তুগাল ম্যাচ প্রথমার্ধে গোলশূন্য ছিল। দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করেন রোনাল্ডো। যদিও ৮ মিনিটের গোল শোধ করেন ঘানার অধিনায়ক আন্দ্রে আয়েউ। এরপর গোল করেন পর্তুগালের রাফায়েল লিয়াও, জোয়াও ফেলিক্স। পর্তুগাল ম্যাচ জেতে ৩-২ ব্যবধানে।

অন্যদিকে এই প্রথম বিশ্বকাপে প্রথম ম্যাচ জিতল পর্তুগাল। পাশাপাশি এই নিয়ে বিশ্বকাপে আফ্রিকার দেশগুলির বিরুদ্ধে টানা পাঁচ ম্যাচে অপরাজিত রইল পর্তুগাল।

পাশাপাশি বৃহস্পতিবার রাতে ব্রাজিল ও সার্বিয়ার ম্যাচে ২-০ গোলে জেতে ব্রাজিল। কিন্তু পায়ে চোট নিয়ে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ন তারকা নেইমার। তাঁর গোড়ালিতে চোট লাগে। ৮০ মিনিটের মাথায় মাঠ ছাড়েন তিনি। তাঁর চোট এতটাই ভয়াবহ যে বিশ্বকাপের বাকি ম্যাচগুলিতে নেইমারকে দেখা যাবে কিনা সেই নিয়ে আশঙ্কায় রয়েছেন সমর্থকরা।

Comments are closed.