ঘরে বসে চাষ করুন পদ্ম ফুলের, জানুন সহজ উপায়

কথায় আছে পাকেই ফোটে পদ্ম, কিন্তু না আপনি চাইলে নিজের বাড়িতেও পদ্মের চাষ করতে পারেন। কথাটা শুনে খানিক উবাক লাগছে তো? কিন্তু না বাড়িতেও নিখুত উপায়ে এই ফুলের চাষ করা যায়। পদ্মের চাষের জন্য প্রথমেই নার্সারি থেকে বীজ সংগ্রহ করতে হবে।

কিন্তু বীজ থেকে চারা বেরোনোর একটু সময় লাগে তাই বীজের ছুঁচালো দিক এবং একটি গোল দিকটা ভালো করে চিনে নিতে হবে। এরপর পাত্রের মধ্যে জল দিয়ে বীজ দিয়ে দিতে হবে। ডুবে যাওয়া বীজ থেকে অঙ্কুরোদগম হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই বড় একটা জায়গা নিয়ে নিতে হবে। এরপর এঁটেল মাটি জৈব সার মিশিয়ে মাটি প্রস্তুত করতে হবে।

জলের মধ্যে রাখা বীজ দিয়ে অঙ্কুরোদগম হয়ে দু একটা পাতা বেরিয়ে গেলে বীজগুলোকে এটেল মাটির মধ্যে দিয়ে দিতে হবে। পরে ছোট পাত্রটিকে একটি জলভর্তি ড্রামের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। তবে মনে রাখতে হবে পদ্ম গাছে যেন সূর্যের আলো পড়ে এভাবে পরিচর্যা করতে করতেই ঠিক ছয় মাস পরে পদ্ম ফুল ফুটবে। আর এইভাবেই ঘরে বসে সহজ উপায়ে বানাতে পারেন পদ্ম ফুল।

Comments are closed.