খেলা হবে’র ১ বছর; ১৫ আগস্ট ‘দিদি’কে লালকেল্লায় দেখতে চেয়ে বিশেষ ভিডিও বার্তা স্রষ্টা দেবাংশুর 

একুশের হাইভোল্টেজ ভোটে আলোড়ন ফেলেছিল তৃণমূলের খেলা হবে স্লোগান। ভোট প্রচারে এসে প্রধানমন্ত্রীর মুখেও শোনা গিয়েছিল ‘খেলা হবে’ । আর নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের গন্ডি ছাড়িয়ে সারা দেশ কার্যত ‘খেলা হবে’ ঝড়ে উত্তাল। সেই ‘খেলা হবে’র বর্ষপূর্তিতে ফেসবুকে ভিডিও পোস্ট করে স্রষ্টা দেবাংশু বললেন, খেলা এখনও শেষ হয়নি। তাঁর কথায়, ‘খেলা হবে’-এর চতুর্থ জন্মদিন পালন করবো, সেই বছর ১৫ আগস্ট লালকেল্লায় সিঁড়িতে একটা হাওয়াই চপ্পল পরা মহিলাকে খট খট করে উপরের দিয়ে উঠে যেতে দেখতে চাই।যিনি স্বাধীনতা দিবসে লালকেল্লায় দাঁড়িয়ে দেশের পতাকা তুলবেন। 

১০ মিনিট ২২ সেকেন্ডের ভিডিওতে বিজেপিকেও তীব্র কটাক্ষ করেছেন তৃণমূলের এই তরুণ নেতা। ভিডিওতে কখনও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য আবার কখন দিলীপ ঘোষের পুরোনো বক্তব্য তুলে ধরে গেরুয়া শিবিরকে খোঁচা দিয়েছেন তিনি।পাশাপাশি খেলা হবে নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়াও ভিডিও রেখেছেন দেবাংশু। ভিডিওর মাধ্যমে কার্যত খেলা হবের সম্পূর্ণ জার্নিটা তুলে ধরেছেন দেবাংশু। নাম না করে প্রধানমন্ত্রীকে তাঁর কটাক্ষ, এঁরা রবীন্দ্রনাথের বেশে এল, সাধুর বেশে এল। কিন্তু আমাদের মাতৃশক্তির কাছে পরাজিত। 

ভিডিওতে ‘খেলা হবে’কে জনপ্রিয় করে তোলার জন্য রাজ্যসীর কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেবাংশু। বলেন, একটা সাধারণ স্লোগানকে বহিরাগত শক্তির বিরুদ্ধে লড়াইয়ের মন্ত্র করে তুলেছেন আপনারা। দেবাংশুর দাবি, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের স্লোগান হিসেবে ‘খেলা হবে’র মাধ্যমে সারা দেশকে পথ দেখিয়েছে বাংলা।          

Comments are closed.