সংসদকাণ্ডে গ্রেফতার আরও এক; দিল্লি পুলিশের স্পেশাল সেলের হাতে গ্রেফতার 

সংসদে হামলার ঘটনায় দেশ জুড়ে তোলপাড় ফেলে দিয়েছে। হামলার ঘটনায় জড়িত সন্দেহে এবার আরও একজনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের স্পেশাল সেল গ্রেফতার করেছে সন্দেহভাজনকে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। 

দিল্লি পুলিশ সূত্রে খবর সংসদে তান্ডব চালানোর পর প্রমাণের লোপাটের জন্য মোবাইল ফোন পুড়িয়ে দেয় অভিযুক্তরা। ইতিমধ্যেই সেই পোড়া ফোন উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছেন তদন্তকারীরা যাতে ওই পোড়া ফোন থেকে তথ্য উদ্ধার করা যায়। 

উল্লেখ্য, ২০০১ সালের সংসদ হামলার ২২ বছর পূর্তির দিনেই বুধবার, ফের হুলুস্থুল শুরু হয়ে যায় লোকসভায়। লোকসভার ভিতরে দর্শক হিসেবে ঢুকে নিরস্র হলেও, কালার স্মোক স্প্রে করতে করতে কার্যত তান্ডব চালায় দুই যুবক। সেই সময় বাইরে আরও এক যুবক ও এক তরুণী স্লোগান দিতে থাকে।  ‘ভারত মাতা কী জয়’ স্লোগান দিতে দিতে বিক্ষোভ দেখায় ওই তরুণ তরুণী। 

Comments are closed.