ফের সংসদে আতঙ্ক, অধিবেশন চলাকালীন গ্যালারি থেকে লাফিয়ে নামল দুই তরুণ 

লোকসভায় ফিরল আতঙ্ক। অধিবেশন চলাকালীন লোকসভার গ্যালারি থেকে মেন হলে ঝাঁপিয়ে পড়ে দুই অজ্ঞাত পরিচয় তরুণ। অধিবেশন কক্ষের মধ্যে তাঁরা হলুদ গ্যাস জাতীয় ধোঁয়া ছোড়ার চেষ্টা করে। 

২২ বছর আগে ২০০১সালে আজকের দিনে অর্থাৎ ১৩ ডিসেম্বর লোকসভায় জঙ্গি হামলা চলেছিল। এদিনের ঘটনা ফের একবার সেই স্মৃতি উস্কে দিয়েছে। 

এদিন সংসদে শীতকালীন অধিবেশন চলছিল। সেই সময় বক্তৃতা রাখছিলেন মালদহ উত্তরের বিজেপি বিধায়ক খগেন মুর্মু। এমন সময় আচমকাই দুই যুবক সভার মাঝে লাফিয়ে পড়ে। এক যুবক বেঞ্চ টপকে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। তুমুল হৈচৈ শুরু হয়ে যায় অধিবেশন কক্ষে।

অনেকে বলছেন, হামলাকারীরা হলুদ রংয়ের গ্যাস জাতীয় একটা পদার্থ সভার মধ্যে ছড়িয়ে দিচ্ছিলেন। ধোয়াঁ দেখে সভার মধ্যে আতঙ্কিত হয়ে পড়েন সাংসদরা। দুই সাংসদ তাঁদের ধরে ফেলেন এবং নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেন। এই ঘটনায় নতুন সংসদভবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। 

 

Comments are closed.