সোমবার মধ্যরাতে দিল্লিতে আছড়ে পড়ল ঘূর্ণিঝড়,ব্যহত মেট্রো ও বিমান পরিষেবা

সোমবার মধ্যরাতে দিল্লিতে আছড়ে পড়ল ঘূর্ণিঝড়। এর সঙ্গে শুরু হয়েছে তুমুল বৃষ্টি। ঘণ্টায় প্রায় ৫০ থেকে ৭০ কিলোমিটার বেগে বইছে ঝোড়ো হাওয়া। ইতিমধ্যেই দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিঘ্নিত হয়েছে বিমান পরিষেবা। দিল্লির মেট্রো রেল পরিষেবার ওপরেও প্রভাব পড়েছে। বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। বিভিন্ন এলাকায় ভেঙে পড়েছে গাছ। যদিও দিল্লির ট্রাফিক পুলিশ আবেদন জানিয়েছে, গুজবে কান না দিতে এবং আতঙ্ক না ছড়াতে। উত্তর প্রদেশ এবং রাজস্থানেও সোমবার রাত থেকে ফের শুরু হয়েছে তুমুল বৃষ্টি। দেরাদুনে পৌছেছে স্টেট ডিসাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ)। হরিয়ানা এবং চন্ডিগড়েও প্রবল ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টিপাতের খবর পাওয়া যাচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.