অবিলম্বে হাওড়ার ভোট করানো হোক, দাবি জানিয়ে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

হাওড়ার পুরভোট চেয়ে এবার আদালতে দায়ের হল জনস্বার্থ মামলা। সোমবার রাতে ইমেল মারফত মামলা করতে চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়। মঙ্গবার হাইকোর্টে মামলা দায়ের করেন আবেদনকারী।

মামলাকারী আবেদনে জানান, ২০১৮ সালে হাওড়া পুরসভার মেয়াদ শেষ হয়েছে। তারপর থেকে প্রশাসক নিয়োগ করে হাওড়ার কাজ পরিচালনা হচ্ছে। এভাবে চললে সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। মামলাকারীর তরফে আরও বলা হয়েছে, নির্বাচন কমিশন আদালতে জানিয়েছিল হাওড়া সহ পাঁচ পুরসভার ভোট ঘোষণা করা হবে। তারপরেও হাওড়ারকে বাদ রেখে ভোট ঘোষণা কেন? মামলাকারীর তরফে আরও বলা হয়, হাওড়া থেকে বালিকে আলাদা করা নিয়ে যে জটিলতা হয়েছে তা নিয়ে আদালতের হস্তক্ষেপে তদন্ত করা হোক। কাদের জন্য, কী কারণে এখনও হাওড়া নিয়ে জট কাটল না, তা খতিয়ে দেখুক কোর্ট।

সেই সঙ্গে মামলাকারীর তরফে আরও দাবি করা হয়, নির্বাচন কমিশন চার পুরসভার ভোট নিয়ে যে বিজ্ঞপ্তি জারি করেছে, তা খারিজ করে হাওড়ার নাম যুক্ত করে পুনরায় বিজ্ঞপ্তি জারি করুক

উল্লেখ্য, আগামী ২২ জানুয়ারি বিধাননগর, চন্দননগর, আসানসোল, শিলিগুড়ি পুরসভার ভোট। এই চার পুরসভার সঙ্গেই হাওড়ার ভোট হওয়ার কথা ছিল।

Comments are closed.