নবাগত সুকান্তকে নিয়ে জেলা সফরে বেরোলেন দিলীপ, পুরভোটের আগেই সারা রাজ্য ঘুরবে প্রাক্তন-বর্তমান জুটি 

ডিসেম্বর মাসে রাজ্যে পুরভোট। প্রশাসনিক মহলে এমনটাই জল্পনা। আর তার আগেই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে জেলা সফর শুরু করলেন বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রাক্তন-বর্তমানের রাজ্য সফর নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। 

বিজেপি সূত্রে খবর, বৃহস্পতিবার থেকেই তাঁদের এই যাত্রা শুরু হয়েছে। এদিন সুকান্ত-দিলীপ বীরভূমে বিজেপির জেলা নেতৃত্বের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করেন। জানা গিয়েছে, শুক্রবার তাঁরা তারাপীঠ মন্দিরে পুজো দেবেন। তারপরেই একে একে পাহাড় থেকে সমতল রাজ্যের সব কটি জেলায় পৌঁছে যাবেন তাঁরা। 

দীর্ঘদিন আরএসএসের সঙ্গে যুক্ত থাকলেও রাজনীতিতে কার্যত নবাগত সুকান্ত। ২০১৯ সালে আরএসএস থেকে বিজেপিতে এসে বালুরঘাট থেকে পদ্ম প্রার্থী হিসেবে ভোটে লড়েন এবং লোকসভায় যান। আর একুশেই রাজ্য বিজেপির শীর্ষ পদে। ওয়াকিবহাল মহলের মতে সুকান্তকে সঙ্গে নিয়ে জেলায় জেলায় গিয়ে পার্টির হালহকিকত তাঁকে বুঝিয়ে দেবেন দিলীপ। প্রতিটি জেলার কর্মীদের সঙ্গে সরাসরি পরিচত হবেন নতুন রাজ্য সভাপতি। 

বিধানসভা ভোটের পরেই বিজেপিতে ভাঙন শুরু হয়েছে। উপর তলার নেতৃত্বও যেমন দল ছাড়ছেন একই ভাবে ভাঙন ধরেছে তৃণমূল স্তরেও। তার উপর রয়েছে গোষ্ঠীদ্বন্দের কাঁটা। এই আবহে দলীয় সংগঠনকে গভীর গিয়ে বুঝতেই ‘সিনিয়র’ দিলীপের সঙ্গে সুকান্তর এই সফর বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। 

Comments are closed.