৫০ দিনে ৫০ হাজার কোটি! আদানি গোষ্ঠীর শেয়ার কিনে ব্যাপক ক্ষতি LIC-এর 

আদানি গোষ্ঠীর শেয়ার মূল্য পতনের জের। এবার বিরাট ক্ষতির মুখে পড়ল এলআইসি। শেয়ার বাজারের পরিসংখ্যান বলছে, গত ৫০ দিনে প্রায় ৫০ হাজার কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে রাষ্ট্রায়ত্ত এই বীমা সংস্থা।

আদানি গোষ্ঠিতে এলআইসির বিপুল বিনিয়োগ নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল বিরোধীরা। দেশের সাধারণ মানুষের সঞ্চয়কে ঝুঁকির মুখে ঢেলে দেওয়া হচ্ছে বলে বিরোধীরা অভিযোগ করেছিল। এই আবহে মার্কিন সংস্থা হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশ্য আসে। আর যার জেরে আদানি গ্রুপের শেয়ারে রীতিমতো ধস নেমেছে। শেয়ারের দাম ধারাবাহিকভাবে পড়তেই থাকছে। এই অবস্থায় জানা গিয়েছে, আদানি গোষ্ঠীর মোট সাতটি শেয়ার LIC-এর বিনিয়োগ ছিল। যেখান থেকেই এই বিপুল ক্ষতির মুখে বীমা সংস্থাটি।

জানা গিয়েছে, আদানি এন্টারপ্রাইজ, আদানি গ্রিন এনার্জি, আদানি পোর্টস ও স্পেশাল ইকোনমিক জোন, আদানি টোটাল গ্যাস, আদানি ট্রান্সমিশন, অম্বুজা সিমেন্টস ও এসিসি শেয়ারে বিনিয়োগ রয়েছে এলআইসির। এই সাতটি কোম্পানিতে ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত এলআইসি’র মোট বিনিয়োগ মূল্য ছিল ৮৩,৯৭০ কোটি টাকা। ২৩ ফেব্রুয়ারি ২০২৩-এ এই মূল্য কমে হয়েছে ৩৩ হাজার ২৪২ কোটি টাকা। অর্থাৎ গত পঞ্চাশ দিনে সব মিলিয়ে এলাআইসির শেয়ার মূল্য ৪৯,৭২৮ কোটি টাকা কমেছে।

Comments are closed.