ঘূর্ণাবর্তের জের, সপ্তাহান্তে ফের বৃষ্টি দক্ষিণবঙ্গে; যা জানাল আবহাওয়া দফতর 

ফের বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আর যার জেরে সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ফের বৃষ্টি শুরু হবে। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। 

হাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। একই অবস্থা থাকবে উত্তরবঙ্গেও। তবে শনিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া বদলাতে শুরু হবে। জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। এদিকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির তেমন পূর্বাভাস না থাকায় তাপমাত্রাও বেশ কিছুটা বাড়বে বলে জানানো হয়েছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে অদ্রতাজনিত অস্বস্তি। 

মাঝে কয়েক দিন বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের জেলাগুলো। বৃষ্টি বেড়েছিল উত্তরবঙ্গেও। তবে আনুষ্ঠানিকভাবে দেশ থেকে বর্ষা বিদায় নিতে শুরু করেছে। যদিও রাজ্য থেকে কিছুটা দেরিতে বর্ষা বিদায় নেবে বলে আবহাওয়া দফতরের অনুমান। 

তবে পুজোয় বৃষ্টির কী পরিস্থিতি থাকবে, এখন সে নিয়েই ভাবাচ্ছে। বিদায় বেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে কিনা তা নিয়ে আশঙ্কায় রাজ্যবাসী।  

Comments are closed.