নিম্নচাপের প্রভাবে রবিবার পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা, পুজোতেও ভিজতে পারে শহর

১০ জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা

ফের নিম্নচাপের ভ্রুকুটি। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলবে বৃষ্টিপাত। কোনও কোনও জেলায় রবিবার পর্যন্ত টানা বৃষ্টি হবে বলেই জানা গিয়েছে। ১০ জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। এরমধ্যেই প্রশ্ন উঠছে পুজোয় কি বৃষ্টিতে ভিজবে বাংলা? আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, পুজোতে বৃষ্টিপাত হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলের পর থেকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ার বাড়বে বৃষ্টির পরিমাণ।

কয়েকদিন আগেও বঙ্গোপসাগরের উপর দুটি নিম্নচাপ তৈরি হয়। এরফলে টানা ২ দিন বৃষ্টিতে ভিজেছিল বাংলার একাংশ। এবার ফের নিম্নচাপের আশঙ্কা তৈরি হয়েছে। যদিও বৃহস্পতিবার সকাল থেকেই চড়া রোদ কলকাতায়। তাপমাত্রার পারদও বেড়েছে বেশ কিছুটা। রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তিও। কিন্তু জানা গিয়েছে, এদিন বিকেলের পর থেকে বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলা। অন্যদিকে এখন উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

Comments are closed.