কল্যাণীতে আই লিগের ম্যাচ খেলা নিয়ে অসন্তুষ্ট ইস্টবেঙ্গল ফুটবলাররা

হাজারো চেষ্টা করেও আই লিগে যুবভারতীতে খেলার অনুমতি পায়নি ইস্টবেঙ্গল। বিপুল পরিমাণ অর্থ দিতে না পারায় আই লিগের সব হোম ম্যাচ তাদের আয়োজন করতে হবে কল্যাণী স্টেডিয়ামে। তবে বিষয়টি একদম মেনে নিতে পারছেন না ইস্টবেঙ্গল ফুটবলাররা। টিম ম্যানেজমেন্ট তাঁদের পুরো বিষয়টি অনেকবার বুঝিয়েছে। তবু আড়ালে আবডালে, যুবভারতীতে না খেলতে পারার আক্ষেপ প্রকাশ করেছেন তাঁরা। ইস্টবেঙ্গলের স্প্যানিশ ডিফেন্ডার মার্তি ক্রেসপি মিডিয়ার সামনেই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন এই মরসুমের শুরু থেকেই তাঁরা যুবভারতীতে অনুশীলন করছেন। মাঠের সঙ্গে দারুণভাবে মানিয়ে নিয়েছেন তাঁরা। এখন অন্য মাঠে গিয়ে হোম ম্যাচ খেলতে যে তাঁদের অসুবিধা হবে, সেটাই স্বাভাবিক। ইস্টবেঙ্গলের স্প্যানিশ ডিফেন্ডার বলেছেন বিষয়টি তাঁদের কাছে অনেকটা অ্যাওয়ে ম্যাচ খেলার মতো।
তবে শুধু এখানেই থেমে থাকেননি তিনি। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে, ম্যাচের দিন সকালবেলা কলকাতা থেকে কল্যাণী গিয়ে খেলবে তারা। ম্যানেজমেন্ট এই সিদ্ধান্তে মোটেও খুশি নন ইস্টবেঙ্গল ফুটবলাররা। তাঁদের যুক্তি, কল্যাণী যাওয়ার ধকল সামলে, মাত্র কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিজের সেরা পারফর্মেন্স মাঠে দেওয়া বেশ সমস্যার। এখন দেখার ফুটবলারদের সমস্যা সমাধানে, ইস্টবেঙ্গল ম্যাচের আগের দিন গিয়ে কল্যাণীতে থাকে কিনা।

Comments are closed.