শতবর্ষে ইস্টবেঙ্গল ক্লাব। সারা বছর ধরেই চলছে উদযাপন। এর আগেই কপিল দেবকে নিয়ে এসে চমক দিয়েছে ইস্টবেঙ্গল। সলমন খানকে নিয়ে এসে অনুষ্ঠান করার পরিকল্পনা হলেও, শেষ মুহূর্তে তা বাতিল হয়। তবে ইস্টবেঙ্গল কর্তাদের লক্ষ্য এবার আরও অনেক বড়। পৃথিবীর বিখ্যাত ফুটবল ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে কলকাতায় নিয়ে আসার পরিকল্পনা করছেন তাঁরা। পৃথিবীর সব বিখ্যাত ক্লাবই মরসুম শুরুর আগে বিভিন্ন দেশে গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলে। এতে একদিকে যেমন ফুটবলারদের দেখে নিতে পারেন কোচ, তেমনই অন্যদিকে সারা বিশ্বে প্রচার হয় ক্লাবের। এশিয়ায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফ্যানবেস বেশ ভালো। তাই ম্যাঞ্চেচেস্টার ইউনাইটেড সিদ্ধান্ত নিয়েছে জুলাই মাসে তারা এশিয়া সফরে বেরোবে। মূল দল নিয়েই এশিয়ার বিভিন্ন দেশে খেলতে আসবে তারা। তাদের তালিকায় বাংলাদেশের সঙ্গে রয়েছে ভারতও। এই সুযোগটাই নিতে চাইছেন ইস্টবেঙ্গল কর্তারা। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে কলকাতায় নিয়ে এসে ইস্টবেঙ্গলের সঙ্গে একটি ম্যাচ আয়োজন করার চেষ্টা করছেন তাঁরা। জুলাই মাসের শেষের দিকে যুবভারতীতে হতে পারে এই ম্যাচ। দু-একদিনের মধ্যেই ম্যান ইউ কর্তাদের কলকাতায় ঘুরে যাওয়ার কথা।
খবর প্রকাশে আসার সঙ্গে সঙ্গে আশায় বুক বাঁধছেন ইস্টবেঙ্গল সর্মথকরা। সত্যিই যদি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মাঠে নামে ম্যান ইউ-এর মতো দল, তাতে ইস্টবেঙ্গল তথা ভারতীয় ফুটবলের ইতিহাসে এক নতুন অধ্যায় লেখা হবে তা বলাই বাহুল্য।