লোকনাথ বাবার জন্মতিথি উপলক্ষ্যে শিয়ালদহ থেকে একজোড়া স্পেশাল ট্রেন; ঘোষণা পূর্ব রেলের 

লোকনাথ বাবার জন্মতিথি উপলক্ষ্যে শিয়ালদহ বনগাঁ এবং শিয়ালদহ হাসনাবাদ রুটের ট্রেনে গুলোতে ব্যাপক ভিড় হয়। যাত্রীদের ভিড়ের হাত থেকে রেহাই দিতে স্পেশাল ট্রেনের ঘোষণা করল পূর্ব রেল। শিয়ালদহ বনগাঁ এবং শিয়ালদহ হাসনাবাদ শাখায় একজোড়া স্পেশাল লোকাল চালানো হবে বলে জানা গিয়েছে। 

১৭ আগস্ট বুধবর অর্থাৎ আজ থেকেই ১৯ আগস্ট পর্যন্ত এই স্পেশাল ট্রেন দুটি চালানো হবে। আপ এবং ডাউনে অতিরিক্ত একটি করে ট্রেন চলবে বলে খবর। যার ফলে শিয়ালদা হাসনাবাদ শাখার যাত্রীরা ব্যাপক ভিড়ের হাত থেকে রেহাই পাবেন। সুবিধা পাবেন শিয়ালদহ বনগাঁ শাখার নিত্য যাত্রীরাও। 

তিথি অনুযায়ী জন্মাষ্টমীর দিন লোকনাথ বাবার জন্মদিন পালিত হয়। জন্মদিন উপলক্ষ্যে কচুয়াধামে ব্যাপক ভিড় হয়। রাজ্যের নানান প্রান্ত থেকে ভক্তদের সমাগম ঘটে। কাঁকরা মির্জা নগর স্টেশনে নেমে কচুয়া ধাম যেতে হয়। এই কটা দিন ভক্ত সমাগমের জেরে শিয়ালদহ হাসনাবাদ রুটে ট্রেনগুলো ভিড়ে থিকথিক করে। অসুবিধায় পড়েন নিত্যযাত্রীরাও। মনে করা হচ্ছে স্পেশাল ট্রেন চললে ভীড়কে কিছুটা নিয়ন্ত্রণ করা যাবে। 

Comments are closed.