রাত পোহালেই উপনির্বাচন, দুই কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী বাড়াল কমিশন 

বালিগঞ্জ ও আসানসোলে উপনির্বাচনে আর ২৪ ঘন্টাও বাকি নেই। এই মধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে ফের বড় ঘোষণা করা হল। দুই কেন্দ্রের জন্যই আরও পাঁচ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সোমবার এই মর্মে রাজ্যের মুখ্য সচিব, মুখ্য নির্বাচক আধিকারিক, রাজ্য পুলিশের ডিজি-কে সিদ্ধান্তের কথা জানিয়েছে কমিশন। 

দুই কেন্দ্রের ভোটের জন্য আগেই ১৩৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করার কথা জানিয়েছিল কমিশন। এদিন তা বাড়িয়ে ১৩৮ কোম্পানি করা হয়েছে। 

মঙ্গমবার আসানসোল লোকসভা কেন্দ্র এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। যুযুধান সব পক্ষই শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে কোমর বেঁধে নেমেছে। জানা গিয়েছে, তৃণমূলের দুই প্রার্থী বাবুল সুপ্রিয় এবং শত্রুঘ্ন সিনহা নিজের নিজের কেন্দ্রে বুথ সভাপতি, নির্বাচনী এজেন্টদের সঙ্গে সোমবার বৈঠক করেছেন। অন্যদিকে বিরোধী দল বিজেপিও জমি ছাড়তে নারাজ। সব মিলিয়ে শেষ মুহূর্তের হাসি কোন দল হাসে এখন সেটাই দেখার। 

Comments are closed.