ভোটের আগে আসানসোল দক্ষিণের আইসি এবং ওসি, জামুড়িয়াকে বদলি করল নির্বাচন কমিশন 

১২ তারিখ আসানসোলে উপনির্বাচন। আর তার আগে বড় পদক্ষেপ নিল জাতীয় নির্বাচন কমিশন। শুক্রবার আসানসোল দক্ষিণ থানার আইসি অভিজিৎ চ্যাটার্জি এবং জামুড়িয়া থানার ওসি সঞ্জীব দে’কে  বদল করল নির্বাচন কমিশন। বিজেপি সহ বিরোধীদের কাছ থেকে ওই দুই পুলিশ অফিসারের নামে অভিযোগ পেয়েই কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। 

ভোট ঘোষণা হওয়ার পর মূলত বিজেপি ওই দুই থানার পুলিশ আধিকারিকের নামে নির্বাচন কমিশনে নালিশ জানায়। গেরুয়া শিবিরের অভিযোগ, আসানসোল দক্ষিণের আইসি এবং ওসি, জামুড়িয়া শাসক দলের নির্দেশে কাজ করছে। জানা গিয়েছে, অভিযোগ পেয়েই জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। রিপোর্ট পাওয়ার পরে দুই পুলিশ অফিসারকে বদলির নির্দেশ দেয় কমিশন। 

উল্লেখ্য আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালই বাবুলের ছেড়ে যাওয়া আসনে বিজেপির হয়ে লড়ছেন। অন্যদিকে তৃণমূলের প্রতীকে লড়ছেন শত্রুঘ্ন সিনহা। ১২ এপ্রিল আসানসোল উপনির্বাচন। ওই একই দিনে বালিগঞ্জে উপনির্বাচন। বালিগঞ্জ থেকে ভোটে লড়ছেন বাবুল সুপ্রিয়। সব মিলিয়ে ভোটের আগেই আসানসোলে নির্বাচন কমিশনের এই পদক্ষেপ নিয়ে আলোচনা শুরু হয়েছে। 

Comments are closed.