এবার সিবিআই-এর তলব পার্থ চ্যাটার্জিকে, আইকোর মামলায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ  

আইকোর চিটফান্ড মামলায় এবার তৃণমূলের মহাসচিব পার্থ চ্যাটার্জিকে তলব সিবিআই-এর। যদিও পার্থ চ্যাটার্জিকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,  এখনও এই বিষয়ে কিছু জানেন না। এদিকে আজই তৃণমূলের আরেক নেতা মদন মিত্রকে ১৮ মার্চ সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার  নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে তৃণমূলের রাজ্য সভার সাংসদ তথা এবারে সবং এর তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়াকে তলব করেছিল ইডি। কয়েকদিন আগে সারদা মামলা নিয়ে তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। টানা ছয় ঘন্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। 

[আরও পড়ুন- এবার ইডির তলব মদনকে, ১৮ মার্চ সিজিও কমপ্লেক্সে ডাক]

 সব মিলিয়ে ভোটের মুখে এভাবে একের পর এক তৃণমূল নেতাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাজিরার নির্দেশের নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে তৃণমূল।     

Comments are closed.