সংখ্যালঘুদের বার্তা, মমতাকে নোটিস, ৪৮ ঘণ্টায় জবাব তলব কমিশনের

তারকেশ্বরের জনসভায় করা মন্তব্যের জেরে নির্বাচন কমিশনের নোটিস মমতাকে। ৪৮ ঘণ্টার মধ্যে মমতা ব্যানার্জিকে জবাব দিতে হবে। 

সূত্রের খবর, বিজেপির কেন্দ্রীয় নেতা মুখতার আব্বাস নকভি কমিশনে মমতা ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই মামলায় মমতা ব্যানার্জিকে নোটিস পাঠিয়েছে কমিশন। মমতা ব্যানার্জির মন্তব্যে আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হয়েছে বলে মনে করছে কমিশন। 

এদিকে বুধবার কোচবিহারে তৃণমূল নেত্রীর সিআরপিএফ সংক্রান্ত যে মন্তব্য করেন সেই সূত্রে কোচবিহারের জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করেছে কমিশন। এই অভিযোগ নিয়ে বুধবার বিকেলেই কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি। সূত্রের খবর, তার আগেই এই বিষয়ে রিপোর্ট চেয়ে পাঠায় নির্বাচন কমিশন। 

Comments are closed.