পরিবহণ নিগমের লঞ্চে ড্যানিশ-ফ্রেঞ্চ ইতিহাসের ছোঁয়ায় গঙ্গা বক্ষে সারাদিন

শনি ও রবিবার সকাল ৯টায় মিলেনিয়াম পার্ক জেটি থেকে লঞ্চ ছাড়বে

ব্যস্ত জীবনে একদিনের ডে আউট এখন খুবই জনপ্রিয়। একদিনের ঝটিকা সফরে সপ্তাহের বাকি ছয় দিনের জন্য অক্সিজেন সংগ্রহ করতে অনেকেই বেরিয়ে পড়েন কাছে-পিঠে। কেমন হয়, এই একটা দিন যদি গঙ্গা বক্ষে কাটানোর সুযোগ পান? এই সুযোগ করে দিচ্ছে, ‘ইউরোপিয়ান সেটেলমেন্টস বোট রাইড’। একদিনে লঞ্চে করে কলকাতা থেকে ঘুরে আসতে পারেন শ্রীরামপুর, চন্দননগর।  

ড্যানিশ কালচারাল ইনস্টিটিউট এবং অক্সফোর্ড বুক স্টোরের সঙ্গে যৌথভাবে এই বিশেষ নৌকা বিহারের আয়োজন করেছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন। 

গত ১৪ ফেব্রুয়ারি থেকে এই পরিষেবা শুরু হয়েছে। প্রতি শনি ও রবিবার সকাল ৯টায় মিলেনিয়াম পার্ক জেটি থেকে লঞ্চ ছাড়বে, রাত ৯ টায় আবার মিলেনিয়াম পার্কে ফিরে আসবে। ১১ ঘন্টার এই সফরে শ্রীরামপুর ও চন্দননগরে দাঁড়াবে দেড় ঘন্টা করে। 

শ্রীরামপুর একটা সময় ছিল ড্যানিসদের উপনিবেশ, আবার চন্দননগর ছিল ফরাসিদের। শ্রীরামপুরে এখনও ড্যানিস স্থাপত্যের সন্ধান পাবেন। শ্রীরামপুর কলেজ থেকে শুরু করে ড্যানিস চার্চ, হেনরী মার্টিন প্যাগোডা, উইলিয়াম কেরির কবরস্থান ঘুরে দেখতে পারেন। ৩০০ বছরের প্রাচীন শ্রীরামপুর রাজ বাড়িতেও ঢুঁ মারতে পারেন। ফরাসি ইতিহাসের স্বাদ পেতে চন্দনগরের জুড়ি মেলা ভার। এখনও ফরাসি উপনিবেশের প্রমাণ লেগে রয়েছে চন্দননগরের গায়ে।

 

এই পুরো ট্যুরের জন্য খরচ পড়বে ৩৫০ টাকা। বোটের মধ্যে থাকছে ফ্রি ওয়াই ফাই, ক্যাফে এবং লাইব্রেরি। ইউরোপীয় ইতিহাসের সিনেমা দেখারও ব্যবস্থা থাকছে বোটে। সব মিলিয়ে একদিনের জন্য একটি আদর্শ আউটিং হতে পারে European Settelements Boat Ride.

Comments are closed.