দলের মধ্যেই যৌন হেনস্থার শিকার,ব্যবস্থা নেননি রাহুল গান্ধী। ক্ষোভ কংগ্রেসের এক মহিলা কর্মীর।

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন, দলের এক প্রাক্তন মহিলা কর্মী। সর্বভারতীয় সংবাদ মাধ্যম ‘ইন্ডিয়া টুডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাক্তন ওই মহিলা কংগ্রেস কর্মীর অভিযোগ, দলের সোশ্যাল মিডিয়া সেলের একজন ম্যানেজার তাঁর সঙ্গে অশালীন আচরণ এবং তাঁকে হেনস্থা করেন। মহিলা জানিয়েছেন, গোটা ঘটনার কথা লিখিতভাবে তিনি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং দলের সোশ্যাল মিডিয়া টিমের চেয়ারপার্সন দিব্যা স্পন্দনা’কে জানিয়েছিলেন। কিন্তু আজ অবধি তাঁর অভিযোগের প্রেক্ষিতে কোনও ব্যবস্থা নেননি কংগ্রেস সভাপতি।
মহিলার আরও অভিযোগ, দলের সোশ্যাল মিডিয়া টিমের চেয়ারপার্সন সম্প্রতি একটি চিঠি প্রকাশ করেছেন, যেখানে বকলমে অভিযুক্তদের পাশেই দাঁড়ানো হয়েছে। সেই চিঠিতে মহিলার প্রাক্তন সহকর্মীদের পাশাপাশি দই অভিযুক্তেরও সই আছে। মহিলার দাবি, তিনি নিজের কাজ থেকে কখনও পদত্যাগ করেননি, কিন্তু ঘটনার বিরুদ্ধে সরব হওয়ায় তাঁকে দল থেকে বের করে দেওয়া হয়। মহিলা জানিয়েছেন, তিনি চান, রাহুল গান্ধী তাঁর অভিযোগটি খতিয়ে দেখে দলের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিন এবং কোর্টের নজরদারিতে ঘটনার তদন্ত হোক।

Leave A Reply

Your email address will not be published.