ভারতীয়দের জন্য বিশেষ সুবিধে আনছে ফেসবুক, মেমরি খরচ না করেই হবে ফেসবুক আর্কাইভ।

ভারতীয়দের জন্য ফিচারে বেশ কিছু বদল নিয়ে আসছে ফেসবুক। ফেসবুককে আরও আকর্ষনীয় করে তুলতে সম্প্রতি সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই ‘ফেসবুক স্টোরি’র ক্ষেত্রে তাঁরা নতুন পরিবর্তন আনতে চলেছে। এতদিন যে সমস্ত পুরোনো স্টোরি, পোস্ট ইত্যাদি শেয়ার করা যেত, কিন্তু কোনওভাবে পুরোনো স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য সেগুলো ‘সেভ’ করে রাখা যেত না।  কিন্তু নতুন এই ব্যবস্থায় যে কোনও ধরনের পুরোনো পোস্ট, ছবি এমনকী অডিও পোস্টও এখন থেকে নিজের ইচ্ছে মতো সেভ করে রাখা যাবে। এতদিন নতুন ফটো তুলে সেভ করার সময় স্পেসের অভাবে অনেক পুরোনো ছবি ডিলিট করতে হত। কিন্তু এখন পোস্টগুলি সেভ করার ফলে ব্যবহারকারীর ফোনের স্পেস বা মেমরি ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কা নেই। এমনকী এটি একটি আর্কাইভ হিসেবেও কাজ করবে। পাশাপাশি ‘ভয়েস পোস্ট’ বলে নতুন একটি অপশনের মাধ্যমে এবার চ্যাটিং বা ভিডিও পোস্ট না করেও শুধুমাত্র অডিও পোস্টের মাধ্যমে বিভিন্ন ব্যাক্তির সঙ্গে যোগাযোগ সম্ভব হবে। মাত্র ২০ সেকেন্ড এই প্রক্রিয়া চলবে। এই সুবিধেটি  শীঘ্রই ‘ফেসবুক লাইটে’র মাধ্যমে পাওয়া যাবে বলে ফেসবুকের তরফে জানানো হয়েছে। ফেসবুক প্রোডাক্ট ম্যানেজমেন্ট টিমের ডিরেক্টর কনর হায়েস সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ফেসবুকের নতুন এই সুবিধেগুলি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বাস্তবায়িত হবে’। প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে ভারতীরদের তথ্য চুরি করে কেমব্রিজ অ্যানালিটিকাকে বিক্রি করার অভিযোগ উঠেছিল ফেসবুকের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে ভারতীদের জন্য ফেসবুকের এই বিশেষ সুবিধে প্রদান স্বার্থে নিজেদের ভাবমূর্তি রক্ষার কৌশল বলেই মনে করছে বাণিজ্যমহল।

Leave A Reply

Your email address will not be published.