কৃষি বিলের বিরোধিতায় পথে বাম কৃষক সংগঠন, জায়গায় জায়গায় পথ অবরোধ, বিল পুড়িয়ে বিক্ষোভ, দেখুন ফটো গ্যালারি

সাম্প্রতিককালের সবচেয়ে বড় কৃষক বিক্ষোভের সাক্ষী হল দেশ। পাঞ্জাব, হরিয়ানার মতো রাজ্যে যেখানে লাখো কৃষক পথে নেমেছেন। তেমনই কৃষকদের ডাকে সাড়া দিয়ে পথে নেমেছে সমস্ত কৃষক সংগঠনও। রয়েছেন খেতমজুররা, ছাত্র-যুবরা। দেশজুড়ে ৩১ টি কৃষক সংগঠন একজোট হয়ে গঠিত কিষান মজদুর সংঘর্ষ সমিতি শুক্রবার দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালনের ডাক দিয়েছিল। সারাদেশের সঙ্গে সঙ্গে বাংলায়ও লাল পতাকা হাতে পথে নেমে বিক্ষোভ দেখিয়েছেন কৃষকরা।

রাজ্যের তিনশোর বেশি জায়গায় পথ অবরোধ করেন বাম কর্মী সমর্থকেরা। কৃষি বিল পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয় বিভিন্ন জায়গায়। উত্তরবঙ্গের দিনহাটা থেকে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং, সোনারপুর, সর্বত্রই বাম কর্মী সমর্থকেরা বিক্ষোভ দেখান। সঙ্গে ছিলেন কংগ্রেস সমর্থকেরাও। বিভিন্ন এলাকায় বড়ো বড়ো মিছিলও দেখতে পাওয়া গিয়েছে।

Comments are closed.