দিল্লি ১.১ ডিগ্রি: ঠান্ডায় মৃত্যু আরও এক কৃষকের, দাবি আদায়ে অনড় আন্দোলনকারীরা

প্রচণ্ড ঠান্ডায় মৃত্যু হল আরও এক আন্দোলনরত কৃষকের। গাজীপুরের দিল্লি-উত্তরপ্রদেশ সীমানায় গত বছরের নভেম্বর থেকে আন্দোলন করছিলেন গলতন সিংহ তোমর। নতুন বছরের প্রথমদিন তাঁর মৃত্যু হয়। জানা গিয়েছে প্রচণ্ড ঠান্ডায় তিনি অসুস্থ হয়ে পড়েন। কিন্তু তাও বাড়ি ফেরানো যায়নি বছর ৬৫ এর গলতন সিংহ তোমরকে। তাঁর বাড়ি বাগপত জেলার ভগবানপুর নাগলায়। প্রসঙ্গত, ৩১ ডিসেম্বর রাতে দিল্লির তাপমাত্রা ছিল ১.১ ডিগ্রি সেলসিয়াস।

নভেম্বর থেকে চলা কৃষক আন্দোলনে এই নিয়ে ২০ জন কৃষকের মৃত্যু হল। যদিও কৃষকরা এখনও দাবি আদায়ে অনড়।

নভেম্বর মাস থেকে দিল্লিতে ঢোকার সবকটি প্রবেশ পথ অবরুদ্ধ করে আন্দোলন করছেন কৃষকরা। শুরুতে কৃষকরা জানিয়েছিলেন তাঁরা যন্তরমন্তরে গিয়ে বিক্ষোভ দেখাবেন। কিন্তু ২৬ নভেম্বর রাজধানীর সীমানাতেই তাঁদের আটকে দেয় দিল্লি পুলিশ। তারপর থেকে সেখানেই বসে আছেন তাঁরা।

যতদিন কৃষি আইন বাতিল ঘোষণা হবে না ততদিন তাঁরা বাড়ি ফিরবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন কৃষকরা।

Comments are closed.