বাম আমলের চেয়ে কৃষকদের আয় বেড়েছে তিন গুন; বিধানসভায় জানালেন কৃষিমন্ত্রী 

মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকাকালীন রাজ্যের কৃষকদের আয় বেড়েছে। সিপিএমের জামানায় কৃষকদের যত রোজগার ছিল বর্তমানে তার থেকে তিন গুন বেড়েছে। বৃহস্পতিবার বিধানসভায় প্রশ্ন উত্তর পর্বে এমনটাই জানালেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চ্যাটার্জি। 

রাজ্যে সারের কালোবাজারি নিয়ে বিধানসভায় প্রশ্ন তোলেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। তার উত্তর দিতে গিয়েই এদিন শোভনদেব চ্যাটার্জি জানান, বাম আমলের চেয়ে বর্তমানে কৃষকদের আয় বেড়েছে তিন গুন। সারের কালোবাজারি নিয়ে বলতে গিয়েও কৃষিমন্ত্রী বলেন, সারের কালোবাজারি রুখতে কৃষি দফতর সর্বদা সজাগ রয়েছে। বেআইনিভাবে সার মজুতের খবর পেলেই কৃষি দফতর ব্যবস্থা নিচ্ছে। একই সঙ্গে সার সরবরাহে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগেও সরব হন। কৃষিমন্ত্রী অভিযোগ করেন, দিল্লির কাছে ৫.৭৩ লক্ষ টন সার চাওয়া হয়েছিল। মিলেছে মাত্র ৭৫ হাজার টন। 

Comments are closed.