ফিফা দ্য বেস্টের লড়াইয়ে ফের মুখোমুখি মেসি-এমবাপে; তালিকায় আরও এক ফরাসি তারকা 

ফের একবার খেতাব জয়ের লড়াইয়ে ফুটবলের দুই মহাতারকা। কিলিয়ান এমবাপে এবং লিওনেল মেসি। এছাড়াও সেই তালিকায় রয়েছেন ফ্রান্সের তারকা স্ট্রাইকার করিম বেঞ্জেমা। এ বছরে বিশ্বকাপে যদিও বেঞ্জেমাকে মাঠে দেখা যায়নি। চোটের কারণে তিনি দলের বাইরে ছিলেন। তবে ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের জার্সিতে দুরন্ত ফর্মে ছিলেন করিম। যে কারণে ফিফা দ্য বেস্টের লড়াইয়ে মেসি-এমবাপেদের পাশে জায়গা করে নিয়েছেন এই তারকা স্ট্রাইকার।

এছাড়াও ফিফার তরফে বেস্ট কোচ, বেস্ট মহিলা ফুটবলার এবং বেস্ট গোলকিপারের তালিকাও প্রকাশ করা হয়েছে। তবে শিরপা জয়ের লড়াইয়ে মেসি-এমবাপে’র নাম থাকায় ফের একবার বিশ্ব ফুটবলের দুই তারকাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে।

ফুটবল বিশেষজ্ঞদের মতে, এই খেতাব জয়ের লড়াইয়েই নিশ্চিতভাবে ফুটবল বিশ্বকাপে মেসি-এমবাপের পারফরম্যান্সও উঠে আসবে। দেশ এবং ক্লাব ফুটবল সব মিলিয়ে যোগ্যতার পারফর্মেন্স-এর ভিত্তিতে ফিফার খেতাব জিতে নেবেন কোনও এক তারকা। এদিকে বিশ্বকাপে সব থেকে বেশি গোলের রেকর্ড রয়েছে এমবাপের। আবার অন্যদিকে পুরো টুর্নামেন্টের জন্য গোল্ডেন বল জিতে নিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। ৩৬ বছর পর বিশ্বকাপও জিতেছে আর্জেন্টিনা। এই অবস্থায় ফিফা দ্য বেস্টের লড়াইয়ে শেষ পর্যন্ত মুকুট কার মাথায় ওঠে এখন সেদিকেই তাকিয়ে মেসি-এমবাপে ভক্তরা।

Comments are closed.