বাংলা ছবিতে একসঙ্গে আদিল হুসেন-অর্পিতা চট্টোপাধ্যায়।

প্রথমবারের জন্য পর্দায় একসঙ্গে দেখা যেতে চলেছে অভিনেতা আদিল হুসেন ও অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়কে। কলকাতার তরুণ চিত্র পরিচালক অর্জুন দত্তের পরবর্তী ছবি ‘অব্যক্ত’তে একসঙ্গে কাজ করছেন আদিল-অর্পিতা। ইতিমধ্যেই ছবির শুটিং পর্ব শেষ হয়েছে। এখন চলছে ছবির সঙ্গীতসহ পোস্ট প্রোডাকশনের কাজ। আদিল হুসেন, অর্পিতা চট্টোপাধ্যায়ের পাশাপাশি এই ছবিতে দেখা যাবে বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী, দেবযানী চ্যাটার্জী, অনুভব কাঞ্জিলাল, অনির্বাণ ঘোষ, সামন্ত্যক মিত্র প্রমুখকে। ছবির গল্প, চিত্রনাট্য লিখেছেন পরিচালক অর্জুন দত্ত নিজেই। এই ছবিটিতে সঙ্গীতের দায়িত্বে রয়েছেন, সৌম্য রিত নাগ। ক্যামেরার দায়িত্বে আছেন জয় সুপ্রতিম। পরিচালক জানিয়েছেন, এতজন নামী, পোড় খাওয়া অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে কাজ করাটা তাঁর কাছে একটা চ্যালেঞ্জ। আদিল হুসেন, অর্পিতা চট্টোপাধ্যায়ের মতো প্রখ্যাত অভিনেতারা তাঁর ছবিতে কাজ করতে রাজি হওয়ায় তাঁদের ধন্যবাদ জানিয়েছেন অর্জুন।

অভিনেতাদের সঙ্গে পরিচালক অর্জুন দত্ত।

ছবির পরিচালক অর্জুন দত্ত জানিয়েছেন, ‘এক ছেলের শৈশব থেকে বড় হয়ে ওঠার যাত্রা, পুরোনো কিছু স্মৃতি রোমন্থনের মধ্যে দিয়ে মূলত এক মা ও ছেলের সম্পর্কের গল্পই বলবে ‘অব্যক্ত’। উঠে আসবে পরিবারের বিভিন্ন সদস্যের মধ্যে পারস্পরিক সম্পর্কের কথা।’ অগাস্ট মাসের মধ্যে ছবির কাজ শেষ হবে বলে আশাবাদী পরিচালক। এটাই অর্জুনের পরিচালিত প্রথম পূর্ণ-দৈর্ঘ্যের ছবি। তাঁর আগের পরিচালিত স্বল্প দৈর্ঘের ছবি ‘দ্য সিক্সথ এলিমেন্ট’ গত বছর প্রদর্শিত হয়েছে ‘কান চলচ্চিত্র উৎসব’ এর শর্ট ফিলম কর্নারে। অর্জুনের পরিচালিত আরও একটি ছবি ‘মেইড ফর ইচ আদার’ প্রদর্শিত হয়েছিল ১৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ছবিটি পরে মনোনীত হয় দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভালের জন্যও।

Leave A Reply

Your email address will not be published.