আলোয়ারে গো-রক্ষকদের গণপ্রহারে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় প্রধানমন্ত্রীকে তোপ রাহুলের।

আলোয়ারে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু ও তাঁকে উদ্ধারে পুলিশের গরিমসি নিয়ে ট্যুইটারে একটি পোস্টের মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। একই সঙ্গে এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও তীব্র কটাক্ষ করেছেন রাহুল। ট্যুইট বার্তায় রাহুল লিখেছেন, ‘আলওয়ারে গণপিটুনিতে প্রায় মরতে চলা রাকবর খান’কে ছয় কিলোমিটার দূরের হাসপাতালে নিয়ে যেতে তিন ঘণ্টা লাগল পুলিশের! কেন? তারা কি চা বিরতি নিচ্ছিলেন!!’ পাশাপাশি প্রধানমন্ত্রী’কে উদ্দেশ্য করে রাহুল লিখেছেন, এটাই হল প্রধানমন্ত্রীর ‘বর্বরতার নতুন ভারত’ যেখানে মানবিকতাকে হিংসার দ্বারা চালানোর চেষ্টা হচ্ছে।

উল্লেখ্য, গত শুক্রবার প্রায় মধ্যরাতে রাজস্থানের আলওয়ারের রামগড়ে, গরু পাচারকারী সন্দেহে রাকবর খান নামে হরিয়ানার এক বাসিন্দার উপর এক দল গো-রক্ষক চড়াও হন বলে অভিযোগ। প্রবল গণপ্রহারের ফলে মৃতপ্রায় অবস্থা হয় তাঁর। কিন্তু অভিযোগ, খবর পেয়েও দেরি করে পুলিশ সেখানে যায় এবং তিন ঘণ্টা পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার মৃত্যু হয় রাকবর খানের। ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Leave A Reply

Your email address will not be published.