নাগরকপঞ্জি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অসমে এফআইআর বিজেপি যুব মোর্চার

অসমে নাগরিকপঞ্জি নিয়ে এবার সরাসরি বিজেপির সঙ্গে সংঘাতে মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা তাঁর বিরুদ্ধে অসমে এফআইআর দায়ের করে গোটা ঘটনায় নতুন মাত্রা যোগ করল বিজেপি যুব মোর্চা। মঙ্গলবার দিল্লি কনস্টিটিউশন ক্লাবে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, অসমে গৃহযুদ্ধের পরিবেশ তৈরি হয়েছে। সেখানে সব জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বুধবার এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কেন্দ্রীয় সরকার। সংসদ বিষয়কমন্ত্রী অনন্ত কুমার জানিয়েছেন, গৃহযুদ্ধ হলে তার দায় নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। কারণ, তিনি সাধারণ মানুষকে উস্কাচ্ছেন। স্বরাষ্ট দফতরের প্রতিমন্ত্রী কিরেন রিজিজুও মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে বলেন, দেশের কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে একথা শোভা পায় না।
এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের জন্য এদিন অসমের নাহারকাটিয়া থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর করেছেন বিজেপি যুব মোর্চার তিন কর্মী। সেখানে বলা হয়েছে, বাংলার মুখ্যমন্ত্রীর এই মন্তব্য বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে হিংসার বাতাবরণ সৃষ্টি করবে। অসমের এই নাগরিকপঞ্জি নিয়ে ইতিমধ্যেই উত্তাল গোটা দেশ। উত্তাল হয়েছে সংসদও। মঙ্গলবার বিজেপি সভাপতি অমিত শাহ সাংবাদিক বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন। এই রাজনৈতিক আক্রমণ-প্রতি আক্রমণের মধ্যেই বিজেপির মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই মামলা গোটা বিষয়ে নতুন মাত্রা যোগ করল।

Leave A Reply

Your email address will not be published.