আহমেদাবাদে ইসরোর দপ্তরে আগুন, ঘটনাস্থলে দমকলের ২৫ টি ইঞ্জিন, ১০ টি অ্যাম্বুলেন্স

শট সার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়লো আহমেদাবাদে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোতে। সংবাদসংস্থা সূত্রে খবর, পরিস্থিতি আয়ত্বে আনতে ঘটনাস্থলে পৌছেছে দমকলের ২৫টি ইঞ্জিন। আহতদের দ্রুত হাসপাতালে পৌছে দিতে প্রস্তুত রাখা হয়েছে ১০টি অ্যাম্বুলেন্স। আহমেদাবাদের জেলাশাসক ভিক্রান্ত পাণ্ডে সংবাদসংস্থাকে জানিয়েছেন, আগুন যাতে দ্রুত ছড়িয়ে না পরে তার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। যদিও সূত্রের খবর, একজন সিআইএসএফ জওয়ান আহত হয়েছেন। ঘটনাস্থলে উপস্থিত আছেন আহমেদাবাদের অ্যাডিশনাল চিফ ফায়ার অফিসার রাজেশ ভাট ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। সংবাদসংস্থা সূত্রে খবর, ইসরোর ওই ক্যাম্পাসে ভারতের মহাকাশ গবেষনার বহু গুরুত্বপূর্ণ নথি রয়েছে। তাই যত দ্রুত সম্ভব আগুন যাতে নিয়ন্ত্রণে আসে সেই সেই চেষ্টাই চালাচ্ছেন দমকল আধিকারিকরা। কীভাবে ইসরোর মত সংস্থায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটলো, নাকি এর পেছনে রয়েছে কোনও নাশকতা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave A Reply

Your email address will not be published.