নাসা ও উবের-এর যৌথ উদ্যোগে এবার ফ্লাইং ট্যাক্সি

নাসা ও উবের -এর যৌথ উদ্যোগে এবার মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হতে চলেছে উড়ন্ত ট্যাক্সি পরিষেবা। নাসা ও উবেরের উচ্চপদস্থ আধিকারিকরা খুব সম্প্রতি লস অ্যাঞ্জেলস শহরে একটি বিজনেস সামিটে অংশ নেন। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের শহরগুলিতে যান চলাচলের চাপ বাড়ছে তার বিকল্প হিসেবে ভাবা হয়েছে এই উড়ন্ত ট্যাক্সির কথা। ইতিমধ্যেই উবেরের সঙ্গে চুক্তিও সাক্ষর করেছে নাসা। যেভাবে অ্যাপ ব্যবহার করে ক্যাব ডাকতে পারেন গ্রাহকরা, সেভাবেই ডেকে নেওয়া যাবে এই ছোট্ট বিমান ট্যাক্সি। নাসার গবেষণা কেন্দ্র ডালাস ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম পরীক্ষামূল উড়ান চালানো হবে। সফল হলে রাইড শেয়ার নেটওয়ার্কের মাধ্যমে প্রয়োজনীয় এলাকায় ডেকে নেওয়া যাবে এই ট্যাক্সি। তাই রাস্তায় বেরিয়ে কর্মস্থল বা অন্য কোথাও যেতে হলে ট্র্যাফিক হেনস্থার দিন কার্যত শেষ। সামান্য কিছু বেশি রেস্ত খরচ করেই পৌছে যাওয়া যাবে গন্তব্যে। সেই দিন খুব দূরে নয়। ২০২০ সালের মধ্যেই এই পরিষেবা শুরু করা যাবে বলে আশা প্রকাশ করেছে নাসা ও উবের যৌথ সংস্থাই।

Leave A Reply

Your email address will not be published.