তবে কি তারা ফিরে আসছে! ফলোয়ারদের ‘আসা যাওয়ার মাঝে’ ফেসবুকে সারাদিনে যা হল 

বুধবার সকাল সকাল সরগরম ফেসবুক পাড়া। সৌজন্য, হু হু করে ফলোয়ার সংখ্যার পতন। ফেসবুক খুলেই তারকারা দেখতে পেলেন তাঁদের অনুগামীদের সাংখ্যা হঠাৎই ব্যাপক কমে গিয়েছে। কয়েক লক্ষ অনুগামী নেমে এসে দাঁড়িয়েছে কয়েক হাজার। খোদ মার্ক জাকারবার্গ-এর ফলোয়ার সংখ্যাই নাকি হয়ে গিয়েছিল ৯ হাজারের কিছু বেশি। যা কয়েক কোটি থাকে সাধারণত। তবে চমক এখনও বাকি। সকাল সকাল যেমন ফলোয়াররা গিয়েছিল, বেলা বাড়াতেই তারা নাকি আবার ফিরে এসেছে। অনেকেই ফেসবুকে পোস্ট করে তেমনটাই দাবি করছে। মার্ক জুকারবার্গ-এর প্রফাইলে গিয়েও দেখা গেল ফলোয়ার সংখ্যা ৯ হাজার থেকে রকেট গতিতে উঠে আবার পুরোনো সংখ্যায় ফিরে গিয়েছে। 

ফলোয়ার সংখ্যা কমে যাওয়ার পর

কিন্তু হঠাৎ এমনটা হল কেন? ফেসবুকের কয়েকজন কর্মীর দাবি, ফলোয়ারের সংখ্যা একই আছে। কমেনি। তবে ফেসবুকের তরফে কিছু টেকনিক্যাল পরিবর্তন আনা হয়েছে। সকালে যে সংখ্যাটা দেখানো হচ্ছিল, তা রোজের হিসেব। অর্থাৎ রোজ নতুন কতজন ফলোয়ার বাড়ছে সেটাই দেখানো হচ্ছিল। মোট ফলোয়ারের সংখ্যা যা ছিল তার কোনও পরিবর্তন হয়নি। অর্থাৎ ফলোয়াররা কোথাও যাননি। 

বেলা গড়াতেই দেখা গেল ফলোয়ার ফিরে এসেছে

কিন্তু এমন ‘ম্যাজিকের’ কারণ কী? নেট পাড়ার অনেকে বলছেন, এটা ফেসবুকের এক ধরণের প্রচার কৌশল। ফেসবুকের নাম বদল হয়ে ‘মেটা’ হওয়ার পর থেকেই ফেসবুক নাকি এরকম নিত্যনতুন কৌশল আনছে। গোটা সাইটে নাকি  ব্যাপক পরিবর্তন আনতে চাইছে জুকারবার্গের সংস্থা। যার জেরেই নাকি এই ‘কর্মকাণ্ড’। 

Comments are closed.