এবার থেকে রাজ্যে গভীর রাত পর্যন্ত চলবে লোকাল ট্রেন

এবার থেকে গভীর রাত পর্যন্ত চলবে লোকাল ট্রেন। এমনই সিদ্ধান্তের কথা জানিয়েছে রেলবোর্ড। আগের মতোই রাতে লোকাল ট্রেন পাওয়া যাবে জেনে খুশির হাওয়া নিত্য যাত্রীদের মধ্যে।

বুধবার থেকে ছাড় দেওয়া হয়েছে রাত্রিকালীন বিধিনিষেধে। রাত ১২ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত রাত্রিকালীন বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হয়েছে। আর এবার রাতের দিকে লোকাল ট্রেন পরিষেবায় সময়সীমা বাড়ানো হয়েছে।

বুধবার একটি নির্দেশিকা জারি করেছে রেলবোর্ড। সেখানে বলা হয়েছে, রাজ্য সরকারের সুপারিশ অনুযায়ী ৭৫ শতাংশ আসন সংখ্যা নিয়ে সব লোকাল, ইএমইউ ট্রেন চলবে। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জারি থাকবে। কিন্তু মানতে হবে কোভিড বিধি নিষেধ। এরফলে শিয়ালদহ থেকে বনগাঁ যাওয়ার শেষ লোকাল ট্রেন এখন ছাড়বে ১১টা ৪০ মিনিটে। অন্যদিকে রাত ১১টা ৪০ মিনিটে ছাড়বে শিয়ালদা-রানাঘাট লোকাল।

Comments are closed.