রথযাত্রার দিন স্বস্তির খবর, এক ধাক্কায় অনেকটা কমল গ্যাসের দাম

রথযাত্রার দিন সুখবর সাধারণ মানুষের জন্য। এক ধাক্কায় অনেকটাই কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। প্রায় ২০০ টাকা কমেছে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। তবে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমলেও ১৪ কেজির রান্নার গ্যাসের দাম কমার এখনই কোনও সম্ভাবনা নেই।

রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু ১ হাজার ২৯ টাকা। দাম কমার ফলে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে ২ হাজার ১৪০ টাকা।

জুন মাসের শুরুতেও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১৩৫ টাকা কমিয়েছিল তেল কোম্পানিগুলি। তারপর ফের জুলাইয়ে সেই দাম আরও কিছুটা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। টানা দুমাস দাম কমায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ব্যবসায়ীরা। হোটেল ব্যবসায়ী বা এলপিজি চালিত গাড়ির মালিকরা বড়সড় স্বস্তি পেলেন।

জ্বালানি মূল্যবৃদ্ধি নিয়ে প্রায়ই বিরোধীদের আক্রমণের মুখে পড়ছে কেন্দ্র। তাই একপ্রকার বাধ্য হয়েই জ্বালানির দাম কমানো হচ্ছে।

Comments are closed.